হাবীবুল্লাহ সিরাজী। জন্ম ৩১ ডিসেম্বর ১৯৪৮। ফরিদপুর, বাংলাদেশ। বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যাল, ঢাকা থেকে যন্ত্রকৗশল বিভাগে ১৯৭০ সালে ন্সাতক।
প্রকাশিত কাব্য : ৩৪, গল্প-উপন্যাস : ৩, প্রবন্ধ-গদ্য : ৫, শিশুতোষ : ১০
উল্লেখযোগ্য পুরুস্কার : একুশে পদক (২০১৬), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১), যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৭), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), বিষ্ণু দে পুরস্কার (২০০৭) রূপসী বাংলা পুরস্কার (২০১০), কবিতালাপ পুরস্কার (২০১০), জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (২০১৮) ইত্যাদি।
বাংলা একাডেমির মহাপরিচালক। প্রিয় তন্ত সাদা, প্রিয় আমিষ মাছ, প্রিয় পানীয় বরফে গলা জল, প্রিয় ঋতু বর্ষা , তারো চেয়ে আরো প্রিয় গনগনে কবিতা।