সেলিনা হোসেন। জন্ম ১৪ জুন, ১৯৪৭, রাজশাহী শহরে। পিতা এ কে মোশাররফ হোসেন। পৈত্রিক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়ায়। মাতার নাম মরিয়ম-উন-নেসা বকুল। পিতা মাতার চতুর্থ সন্তান। ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন লেখালেখি শুরু। শিশু-সাহিত্যের পাশাপাশি উপন্যাস, গল্প, প্রবন্ধ, ভ্রমণসহ লেখালেখি করেছেন। বিচরণ করেছেন নানা ক্ষেত্রে। ১৯৮০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮১ সালে আলাওল পুরস্কার, ১৯৮২ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ১৯৮৮ সালে ফিলিপস সাহিত্য পুরস্কার, ১৯৯৪ সালে `অনন্যা ও অলক্ত‘ পুরস্কার এবং ১৯৮৮ সালে জেবুন্নেসা ও মাহবুবুল্লাহ ইনস্টিটিউট প্রদত্ত সাহিত্য পুরস্কার ২০১৭ সালে নারায়ণগঞ্জ সুধীজন পাঠাগার থেকে নূরুল হক সাহিত্য পুরস্কার, ২০০৯ সালে জাতীয় পুরস্কার একুশে পদক ও ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার পান তিনি। নন্দিত এই লেখকের বইয়ের সংখ্যা শতাধিক। ছোটদের জন্য তিনি প্রচুর বই লিখেছেন, প্রতি বই সুখপাঠ্য। ইংরেজী, ফরাসি, জাপানি, কোরিয়া, রুশ, মালে, উর্দূ, হিন্দি, কন্নড়, মালয়ালাম, মারাঠি, ফিনিস, আরভি ভাষায় অনূদিত হয়েছে তার অসংখ্য গল্প আর উপন্যাস।