মুহম্মদ নূরুল হুদা সমকালীন বাংলাদেশের প্রথিতযশা কবি । সেইসঙ্গে তিনি একজন কথাশিল্পী, অনুবাদক ও সাহিত্য-সমালোচক। তাঁর জন্ম ৩০ শে সেপ্টেম্বর ১৯৪৯ খ্রিস্টাব্দে কাজার জেলায়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দেড় শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি ২০১১ সালে সার্ক লিটারেচার পুরস্কারসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের ভূষিত হয়েছেন ।
মুহম্মদ নূরুল হুদার প্রাপ্ত অন্যান্য পুরস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৩), যশোর সাহিত্য পুরস্কার (১৯৮৩), আবুল হাসান কবিতা পুরস্কার (১৯৮৩), কাজার পদক (১৯৮৯), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯৪), আহসান হাবীব কবিতা পুরস্কার (১৯৯৫), যুক্তরাষ্ট্রের আই.এস.পি. ঘোষিত পোয়েট অব ইন্টারন্যাশনাল মেরিট ও পোয়েট অব দ্য ইয়ার ১৯৯৫, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কর্তৃক প্রদত্ত নজরুল জন্মশতবার্ষিকী সম্মাননা (১৯৯৯), জীবনানন্দ জন্মশতবার্ষিকী সম্মাননা (১৯৯৯), সুকান্ত পুরস্কার ২০০৪ ইত্যাদি। ১৯৯৭ সালে তিনি তুরস্কের রাষ্ট্রপতি সুলেমান ডেমিরিল কর্তৃক বিশেষ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন। কর্মজীবন শুরু করেছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপনা দিয়ে । তারপর বাংলা একাডিমেতে চাকরি-বদল । এখানেই বিকশিত তাঁর সৃষ্টির শ্রেষ্ঠ সময়। বর্তমানে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক । তিনি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব।