রুদ্র শাহীন
জন্ম : ১৯৭৩ ফটিকছড়ি, চট্টগ্রাম
টিউশনি দিয়ে কর্মজীবন শুরু । তারপর প্রবাস জীবন দিয়ে নানা অভিজ্ঞতা। প্রথম গল্প ‘লোভ' প্রকাশিত হয় দৈনিক ইনকিলাব পত্রিকায়। প্রথম উপন্যাস ‘নীরব ভালোবাসা” প্রকাশিত হয় ১৯৯৮ সালে। মাঝখানে দীর্ঘবিরতির পর নিয়মিত শুরু হয় লেখালেখি। এ যাবত বেশকিছু উপন্যাস, গল্প, কবিতা নানা পত্রিকায় প্রকশিত হয়।
শখ : ভ্রমণ করা, পেশা : ব্যবসা হলেও সাংবাদিকতা, গল্প, কবিতা ও উপন্যাস
লেখা একমাত্র প্রধান পেশা।