মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ সময়ের সাহসী নান্দনিক কাব্যস্বর কবি নজমুল হেলাল। সশরীরে সরব উপস্থিতি দিয়ে বই প্রকাশের পূর্বেই কবি খ্যাতি অর্জন করেছেন তিনি । প্রায় অর্ধ শতাব্দী কাল অর্থাৎ ১৯৭৪ সাল থেকে বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় তাঁর নিরলস চর্চা চালিয়ে যাচ্ছেন। নিরহঙ্কারী ভ্রমণপিয়াসী নজমুল হেলালের কবিতা বাংলাদেশ ভারত ছাড়াও বিভিন্ন দেশে বাংলা পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশিত হচ্ছে। ১৯৮৩ সালে প্রকাশিত হয় ‘International Bangla Teaching (IBT Book)', ১৯৮৫ সালে সমাজতত্ত্বমূলক হেলালগীতি ‘অ’ সিরিজ প্রকাশের মধ্য দিয়ে বাংলা গানের নতুন অধ্যায়ের সূচনা করেন। ১৯৯৭ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘ভালবাসলেই খোঁজ রাখতে হয়' প্রকাশিত হয়। এটি পাঠক মহলে ব্যাপক সাড়া জাগায়। ভোরের কাগজ প্রকাশন কর্তৃক এই কাব্যগ্রন্থের বর্ধিত প্ৰথম সংস্করণে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ও অপ্রকাশিত তাঁর কিছু নির্বাচিত কবিতা সংযোজন করা হলো। এছাড়া তাঁর সম্পাদিত সাহিত্য পত্রিকা মুখোশ খোলার চাবি, প্রেরণা, এইসব দিনরাত্রি
কবি নজমুল হেলাল জাতীয় প্রতিভা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, ঢাকা; চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন । সুবক্তা ও সফল সাহিত্য সংগঠক কবি নজমুল হেলাল । তাঁর জন্ম মেহেরপুর জেলা শহরে ১৩৬৬ বঙ্গাব্দের ২২ কার্তিক; ৯ নভেম্বর ১৯৫৯ সাল। কবি ও গীতিকার নজমুল হেলাল কলাম লেখক হিসেবেও সিদ্ধহস্ত। তাঁর পিতা খোন্দকার নজরুল ইসলাম । কবিমাতা বেগম রোকেয়া ইসলাম। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন ৷