আনোয়ারা সৈয়দ হক জন্ম যশোর। মা আসিয়া খাতুন চৌধুরী, বাবা গোলাম রফিউদ্দিন চৌধুরী। লেখাপড়া যশোরে, ঢাকা ও লন্ডনে। ছেলেবেলা থেকে লেখায় হাতেখড়ি। উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, আত্মজীবনী ও ভ্রমণকাহিনির পাশাপাশি ছোটোদের জন্যও প্রচুর লিখেছেন। উল্লেখযোগ্য উপন্যাস : খাদ, নখ, তারাবাজি, সন্দেহ, বাজিকর, ব্যবহুতা ঘুম, সোনার হরিণ, জলনুড়ি, লুসি, দুই রমণী, কার্নিসে, ঝুলন্ত গোলাপ, সেই প্রেম সেই সময়, ভালোবাসার লাল পিঁপড়ে, উদয় মিনাকে চায়, ঘুমন্ত খেলোয়াড়, আমার রেণু, অস্থিরতার কাল ভালোবাসার সময়, তৃষিতা, আকাশভরা, সেইসব দিন, ফিরে যাবার পথ অনিশ্চিত, আবেদ হোসেনের জ্যোৎস্না দেখা, বাড়ি ও বণিতা, মিসেস আরেফিন, গুজরি পঞ্চম। সাহিত্যের সম্মান পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, অনন্যা শীর্ষদশ পুরস্কার, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, চাঁদের হাট পুরস্কার, পদক্ষেপ সম্মাননা। ২০১৯ সালে পেয়েছেন একুশে পদক।