হরিপদ দত্ত। জন্ম : ২ জানুয়ারি ১৯৪৭, খানেপুর, নরসিংদী। পেশায় শিক্ষকতা এবং অঙ্গীকারে লেখক। রাজনীতি সচেতন কথাশিল্পী হরিপদ দত্ত রাষ্ট্র, রাজনীতি, সমাজ, মানবজীবন ও জীবন ব্যাখ্যাকে অভিনতুন আঙ্গিকে বর্ণনা করেছেন তার গল্প, উপন্যাসে। প্রচলিত রুপক, উপমা, চিত্রকল্পের বাইরে প্রতি-রূপক, প্রতি-উপমা, প্রতি-চিত্রকল্পে জীবনের ভেতর প্রতি-জীবনকে অনুসন্ধান করেছেন তার কথাসাহিত্যে। প্রকৃত-অপ্রাকৃত অনুভব, যা মানবজীবন ও বজ্রজগতের ভিন্নমাত্রারই অন্তগূঢ় চিত্র এঁকেছেন তার সাহিত্যে।
মানুষের চিন্তা ও আবেগ যেমনি জটিল রহস্য ঘেরা, তেমনি বর্ণনায় শব্দ ও বাক্য প্রকাশ প্রচলিত সাবলীল-স্বচ্ছন্দ রূপকে দূরে ঠেলে তৃতীয় দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন ভিন্ন কৌশলে।
আমাদের সাহিত্যাঙ্গনে তার পদচারণায় ছেদ পড়েছে সাতচল্লিশের রক্তাক্ত দেশভাগের উতপাটনের ধারাবাহিকতায়। বহু বিলম্বে হলেও তাকে পরিবারের কাছে চলে যেতে হয়েছে পশ্চিম বাংলায়। ওখানে এ যাবত তার কোন রচনা স্বইচ্ছায় প্রকাশ করেননি। কিন্তু মাতৃভূমির টানে প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস যা-ই লিখেছেন এখানেই প্রকাশিত হয়েছে।
আমাদের সাহিত্যের এই শক্তিমান কথাশিল্পীর প্রকাশিত গল্প, উপন্যাসের তালিকা কিন্তু কম নয়, দীর্ঘই বটে। তিনি সাদ‘ত আলী আকন্দ সাহিত্য পুরস্কার ২০০১ এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (উপন্যাস) ২০০৬ সালে লাভ করেছেন।