সৈয়দ শামসুল হক, জন্ম : ২৭ ডিসেম্বর, ১৯৩৫ মহাপ্রয়াণ : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ জন্মস্থান : কুড়িগ্রাম, বাংলাদেশ, সমাধী : কুড়িগ্রাম, বাংলাদেশ, পিতা : ড. সৈয়দ সিদ্দিক হুসাইন, মাতা : সৈয়দ হলিমা খাতুন, স্ত্রী : আনোয়ারা সৈয়দ হক, সন্তান : বিদিতা সৈয়দ হক, দ্বিতীয় সৈয়দ হক শিক্ষাজীবন : কুড়িগ্রাম ও ঢাকা মানবিক শাখা, বিজ্ঞান শাখা এবং ইংরেজি ভাষা সাহিত্য।
প্রকাশিত গ্রন্থ : তিনশ
পুরস্কার : আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, জেবুন্নেসা-মহবুবউল্লাহ্ স্বর্ণপদক, আলাওল সাহিত্য পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, কবিতালাপ পুরস্কার, পদাবলী পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদক, স্বাধীনতা পদকসহ নানা পুরস্কারে ভূষিত।