শ্যামল দত্ত। জন্ম ৫ ফেব্রুয়ারি, চট্টগ্রামে। তিন দশকেরও বেশি সময় ধরে যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। তিনি একজন কবি, লেখক, সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। ১৯৯২ সাল থেকে ভোরের কাগজে কর্মরত এবং ২০০৬ সাল থেকে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন । দ্য অ্যাপারেল নিউজের উপদেষ্টা সম্পাদক। এছাড়া তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ জার্নালিস্টস এসোসিয়েশনের (সিজেএ) সহসভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য, সম্পাদক পরিষদ ও এডিটরস্ গিল্ড-এর সহসভাপতি এবং ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল’ এন্ড ডেভেলপমেন্ট স্টাডিস (আইসিএলডিএস), বাংলাদেশ-এর পরিচালক এবং এশিয়াটিক সোসাইটির সদস্য। নিয়মিত টকশো উপস্থাপনা ও অতিথি বিশ্লেষক হিসেবে অত্যন্ত সুপরিচিত। বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২-এর জুরি বোর্ডের সদস্য। চট্টগ্রাম সিটি করপোরেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড-এর পরিচালক। এছাড়া বিজিএমইএ এবং আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড মিডিয়া ফেলোশিপ-এর মেন্টর হিসেবে কাজ করছেন। তার মৌলিক ও সম্পাদিত বইয়ের সংখ্যা ২০টি।
বর্তমানে তিনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।