অধ্যাপক আতিউর রহমান অর্থনীতির মতো জটিল বিষয়কে খুবই সহজ ভাষায় উপস্থাপন করে থাকেন। সমকালীন উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে ঐতিহাসিক প্রেক্ষাপটে তুলে ধরতে পারেন। মানুষের প্রতিদিনের জীবনযুদ্বেও নানামাত্রিক প্রকাশ তাঁর লেখায় দেখা যায়। বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্নর আতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর চেয়ার অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সম্মানীয় অধ্যাপক এবং কলা ও সামাজিক সমীক্ষার উচ্চতর গবেষণা কেন্দ্রের (ক্যারাস) এছাড়া গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের তিনি সভাপতি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এই লেখক দেশ-বিদেশে বহু পুরস্কারে ভুষিত হয়েছেন। অর্থনীতিতে মানবিক আবেদনের জন্য গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার, এশিয়াটিক সোসাইটি, কলকাতা কর্তৃক ইন্দিরা গান্ধী স্মারক, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ইন্দিরা গান্ধী স্বর্ণ স্বর্ণপদক, আন্তর্জাতিক অর্থ সাময়িকী দি ব্যাংকার ও ইমাজিং মার্কেটস কর্তৃক এশিয়া ও প্রশান্ত অঞ্চলে শ্রেষ্ঠ গভর্নর গবেষক ও লেখকের সত্তরটির মতো বই প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, কৃষি প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, এবং বাংলাদেশের নানামাত্রিক উন্নয়ন বিষয়ে তাঁর লেখা বইসমূহ দেশে ও বিদেশে খুবই সমাদৃত ।